Last Updated: Sunday, July 14, 2013, 20:52
টাটা গোষ্ঠীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কলকাতায় সাইরাস মিস্ত্রি। আগামিকাল টাটা গ্লোবাল বেভারেজের বার্ষিক সাধারণ সভায় যোগ দেবেন তিনি। তার আগে, আজ টাটা সেন্টারে ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারলেন টাটা গোষ্ঠীর কর্ণধার। তবে, সাইরাস মিস্ত্রির এবারের সফরে তাঁর সঙ্গে বৈঠকের কোনও উদ্যোগই নিচ্ছে না রাজ্য সরকার।